top of page
Search

ধরুন আপনার ৫ শতাংশ জমি আছে


ree

ধরুন আপনার ৫ শতাংশ জমি আছে, ১ তলা একটা বাড়ি তৈরি করবেন পুরো জায়গাটা নিয়ে। আমার পরামর্শ, আপনি ২ শতাংশের উপরে প্রায় একই খরচে একটা ডুপ্লেক্স করে ফেলুন; বাকি ৩ শতাংশে এরকম একটু আঙ্গিনা, ওয়াকিং পাথ বা ছোট্ট গার্ডেন করতে পারেন। এতে একতলার খরচেই ডুপ্লেক্স পেলেন, আবার খুব সুন্দর পরিবেশও পেলেন সময় কাটানোর জন্য।



এবার খরচের হিসেব বলি,


৫ শতাংশ জমিতে চতুর্দিকে বাদ দিলে সর্বোচ্চ ১৮০০ বর্গফুটে আপনি বাড়ি তৈরি করতে পারবেন, ১ তলা করতে চাইলে এতে আনুমানিক খরচ হবে ৩৬ লক্ষ টাকা।



আপনি যদি ওই ৫ শতাংশের মধ্যে ২ শতাংশে ছোট্ট একটা ডুপ্লেক্স করেন তাহলে নিচতলা ৮৭০ বর্গফুট, দ্বিতীয় তলা ৮৭০ বর্গফুট, রুফটপে ২০০ বর্গফুট; মোট ১৯৪০ বর্গফুট! আনুমানিক খরচ ৩৯ লক্ষ টাকা।



মাত্র ৩ লাখ টাকা বেশি খরচ করে আপনি পেয়ে যাবেন অসাধারণ একটি ডুপ্লেক্স বাড়ি, সাথে চমৎকার পরিবেশ, খোলামেলা বাইরে বসার জায়গা, গার্ডেন। তাই অযথা অতিরিক্ত টাকা খরচ না করে বাড়ি নির্মাণে স্মার্টলি সিদ্ধান্ত নিন, স্মার্ট বাড়ি নির্মাণ করুন!



মাহমুদুল হাসান ওয়ালিদ


বি.টেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (এলপিইউ, ইণ্ডিয়া)


সিইও, জিমাফ্ল্যাট

 
 
 

Comments


Contact

3rd Floor, Razzak Plaza,

Kathpotti, Jhiltuli, Faridpur

General Inquiries:
01312-312-009

E-mails

Career:
hr_zimaflat@gmail.com

Customer Care:
zimaflat@gmail.com

Quick Links

Terms & Conditions

Privacy Policy

Social Links

© 2035 Powered by Zimaflat.com

bottom of page